
মকর সংক্রান্তির পূন্য লগ্নে করোনার সমস্ত রকম বিধি-নিষেধ মেনে গঙ্গাসাগরে চলছে পূণ্যস্নান।
করোনা পরিস্থিতির জন্য এই বছর পূণ্যার্থীদের ভিড় অনেকটাই কম।
অন্যান্য বছর গঙ্গাসাগরে স্নান করার জন্য দূর-দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান।
কিন্তু এবছর করোনার জন্য পরিস্থিতি একটু অন্যরকম।
ভিড় এড়াতে রাজ্য সরকারের তরফ থেকে অনলাইনে গঙ্গাসাগরের জল অর্ডার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বাড়িতে পৌঁছে যাবে পূণ্যজল এবং প্রসাদ।
সরকারের তরফ থেকে অনলাইনে গঙ্গাসাগরের মেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগরে স্নান নিয়ে নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট।
করোনা বিধি মানার জন্য বারবার অনুরোধ করা হয়েছে সরকারের তরফ থেকে।
More Stories
নেতাজির জন্ম দিনে কলকাতায় মোদি-মমতা
নয়া সিদ্ধান্ত,লোকাল ট্রেনে রবীন্দ্র সঙ্গীত
পরিবহণ ব্যবস্থায় নয়া উদ্যোগ, এক পাসে ট্রাম-বাস-লঞ্চ