
বড়সড় পথ দুর্ঘটনার কবলে শিশুশিল্পী অভিনেত্রী অদ্রিজা মুখার্জি।
বৃহস্পতিবার সকালে কালনায় প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর বাড়িতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন অদৃজা ও তাঁর পরিবার।
নাটাগড় এলাকায় আচমকাই তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়।
ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক।
গাড়িটি পাল্টি খেয়ে সোজা নিচে রাস্তা সংলগ্ন ফাকা জমিতে আছড়ে পরে।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ঘটনা স্থলে পৌঁছায় এবং অভিনেত্রী সহ তাঁর পরিবারকে উদ্ধার করে।
গাড়িতে ছিলেন অদৃজা মুখার্জি, মৌমিতা মুখার্জি, প্রযুক্তি দে, গৌরাঙ্গ দে, রিতা দে ও ইঙ্গিত মুখার্জি।
প্রত্যেকেই কমবেশি আহত হয়েছেন।
তাদের দ্রুত কালনা সুপারস্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়।
More Stories
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর
তবে কি কেবিসি থেকে অবসর বিগবির
আলির প্রেমে মগ্ন সোনালি, বিগ বস