January 23, 2021

বসিরহাটে তৃণমূল নেতার ওপর হামলা

বসিরহাটে তৃণমূল নেতাকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুনের চেষ্টা।

ঘটনাটি ঘটেছে বসিরহাটের  মারী গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রামে।

তালতলা গ্রামের স্থানীয় তৃণমূল নেতা

সুন্নত আলী মোল্লার ওপর বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ গুলি চালানো হয়েছে।

প্রকাশ্য দিবালোকে এই খুনের চেষ্টায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা গ্রামে।

সূত্রের খবর, ঘটনার সময়  সুন্নত আলী মোল্লা তাঁর নিজস্ব মাছের ভরীতে মাছ ধরতে গিয়েছিল।

সেই সময়, আচমকাই তার ওপর হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতি।

তাঁকে লক্ষ করে গুলি চালাতে শুরু করে তারা।

এরফলে সুন্নত আলী মোল্লার ডান পায়ে ও বাম পায়ে একাধিক গুলি লেগেছে বলে সূত্রের খবর।

এছাড়াও পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে তাঁর মাথায়ও গুলি লেগেছে।

এই মুহূর্তে তিনি আশঙ্কা জনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

পরিবারের অভিযোগ হামলার নেপথ্যে রয়েছে বাচ্চা খোকন ও তাঁর দলবল।

হাবিবুর রহমন ওরফে বাচ্চা খোকন এলাকার কুখ্যাত দুষ্কৃতি হিসাবে পরিচিত।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নেজাট ও মিনাখা থানার পুলিশ।

হামলার প্রকৃত কারণ রাজনীতি নাকি নিজস্ব পুরোনো শত্রুতা তা খতিয়ে দেখছে পুলিশ।