January 23, 2021

বঙ্গে এইবার করোনা প্রতিষেধক পিঠে

গোটা বিশ্ব যখন করোনা নিয়ে ত্রস্ত তখন করোনা প্রতিষেধক পিঠে বানিয়ে তাক লাগালেন বঙ্গবধু।

তবে এইপিঠে করোনা ভাইরাসের মত দেখতে নয়।

এই পিঠে করোনা প্রতিরোধক বলে মত প্রকাশ করেছেন পিঠের প্রস্তুত কারক শেফালী দেবি।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে।

জলপাইগুড়ির পোড়া পাড়া এলাকায় থাকেন শেফালী দেবি।

এইদিন তিনি এই পিঠে বানিয়ে তার জামাইকে খাইয়েছেন।

শেফালী দেবি জানিয়েছেন, পিঠের উপাদান হিসাবে রয়েছে লবঙ্গ, দারচিনী, গোলমরিচ, তুলসী পাতা সহ একাধিক ভেষজ জড়িবুটি।

করোনা তথা সর্দি কাশিকে বাড়ি থেকে দূর করতেই তাঁর এই উদ্যোগ বলে জানিয়েছেন শেফালী দেবি।

শেফালী দেবির বাড়ির সকলেই এই পিঠে খেয়ে বাহবা জানিয়েছেন।

পাশাপাশি ইতিমধ্যেই শেফালী দেবীর এই পিঠের চর্চা শুরু হয়েছে তার এলাকায়।