
বুধবার তাঁকে পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
তবে তিনি ক্ষোভ প্রকাশ না করে দল থাকার কথাই জানিয়েছিলেন।
তবে ২৪ ঘন্টার মধ্যেই মত বদল শিশির অধিকারির।
তৃণমূলের ছাড়ার সম্ভাবনা রয়েছে বলেই সংবাদ মাধ্যমে জানিয়েছেন তিনি।
এইদিন তিনি দল বদলের বিষয়ে সংবাদ মাধ্যমে জানান, সমস্ত রকম সম্ভাবনাই রয়েছে।
তবে শিশির বাবু দল বদলের আগে তাঁর অনুগামিদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
এইদিন তিনি শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি জানান, তিনি কোনও জড়বস্তু নন যে শাসক দল তাঁর সঙ্গে যা ইচ্ছা করতে পারেন।
প্রসঙ্গত, মঙ্গলবার শিশির বাবুকে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় শাসকদল।
বুধবার তাঁকে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
ফলে ধীরে ধীরে শিশির অধিকারির সঙ্গে শাসকদল যে দূরত্ব তৈরি করতে চাইছে তা স্পষ্ট।
তবে বর্তমানে রাজ্যে চলছে ফুল বদলের পর্ব।
সম্প্রতি ফুল বদল করেছেন শিশির অধিকারির ছেলে সৌমেন্দু অধিকারি।
তার আগে ফুল বদলেছেন শুভেন্দু অধিকারি।
ফলে এখন দেখার ফুল বদলের পালায় কি এইবার শিশির অধিকারির নামও যুক্ত হয়।
More Stories
দেশনায়কের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যদিয়ে স্পষ্ট মোদি-মমতা দ্বন্দ
বালির বিধায়ককে দল থেকে বহিষ্কার তৃণমূলের
উত্তপ্ত পটাশপুর বিজেপির বাড়ি ভাঙ্গচুর, লুটপাট, মহিলাদের মারধর