
কয়লাপাচার কাণ্ডে এইবার অনুপ মাঝি ওরফে লালাকে ফেরার ঘোষণা করল হাইকোর্ট।
ইতিমধ্যেই লালার বাড়ি সিল করে দিয়েছে হাইকোর্ট।
বারংবার সমনেও সিবিআই দফতরে হাজির হননি লালা।
এইবার তার ফলস্বরূপই লালাকে ফেরার ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, রাজ্যে গরু ও কয়লা পাচারকান্ডে ধীরে ধীরে জাল গুটিয়ে আনছে সিবিআই।
গুরু ও কয়লা পাচার কাণ্ডে লালা সহ রাজ্যের বেশ কিছু প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তির নাম উঠে এসেছে।
নাম উঠে এসেছে তৃণমূল নেতা বিনয় মিশ্রেরও।
More Stories
সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বোমাবাজি
প্রচার বন্ধ করলেন মমতা
অভিনব ভাবনা কমিশনের