
সামনে বিধানসভা নির্বাচন।
দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তেজনা ততই বাড়ছে।
বাংলায় রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে আজ শহর কলকাতায় বাম ও কংগ্রেসের মিছিল।
নয়াকৃষি আইন বাতিলের দাবি জানিয়ে মিছিল করবে কংগ্রেস।
দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের দাবি জানিয়ে ও কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় কে স্মারকলিপি জমা দেবে কংগ্রেস।
অধীর চৌধুরীর নেতৃত্বে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করবে কংগ্রেস।
অন্যদিকে বিদ্যুতের মাশুল কমানোর দাবি নিয়ে রাস্তায় নামছে বাম সংগঠন।
এই দাবি নিয়ে আজ বাম সংগঠন সিএসসির সদর কার্যালয় ঘেরাও কর্মসূচি করবে।
সিপিএমের কলকাতা জেলা কমিটি ভিক্টোরিয়া হাউস থেকে অভিযান করবে।
দুই দলের মিছিলের প্রভাব পড়তে পারে কলকাতায়।
এমনটাই আশঙ্কা করছেন অনেকে।
লকডাউন পর্বে বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মধ্যে নানা অভিযোগ রয়েছে।
বিদ্যুতের মাশুল নিয়ে অ কয়েক দিন ধরেই গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে।
আজ লকডাউন পর্বে বিদ্যুতের বিল মুকুবের দাবি নিয়ে ভিক্টোরিয়া হাউস অভিযান করবে কলকাতা সিপিএমের জেলা কমিটি।
বেলা আড়াইটে নাগাদ অধীর চৌধুরীর নেতৃত্বে শুরু হবে কংগ্রেসের পদযাত্রা।
মিছিল শেষে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে দেখা করবেন কংগ্রেস নেতারা।
রাজ্যপালের হাতে স্মারকলিপি তুলে দেবেন তারা।
More Stories
উত্তরবঙ্গের প্রার্থী আসন পরিবর্তন করল তৃণমূল
দ্বিতীয় দফার বিজেপি প্রার্থীতালিকা
প্রথম দফার ভোটের বিজেপির প্রার্থীতালিকা