
করোনা নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে গঙ্গাসগর উৎসবে।
পুণ্যার্থীরা যেন সুস্থ ভাবে উৎসবে অংশগ্রহণ করতে পারে সেইদিকেই নজর রেখেছে রাজ্য সরকার।
তাবে তার মধ্যেই করোনার থাবা পড়ল গঙ্গাসাগর উৎসবে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ৮ জন পুণ্যার্থীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
সূত্রের খবর, বাবুঘাট থেকে গঙ্গাসাগর মুখী সমস্ত পুণ্যার্থীর দফায় দফায় করোনা পরীক্ষা করানো হয়।
মোট ৩৬ হাজার পুণ্যার্থীর করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে।
যার মধ্যে থেকে ৮ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।
তবে করোনা যাতে গঙ্গাসাগর উৎসবে পুণ্যার্থীদের ওপর প্রখর ভাবে নিজের থাবা না বসাতে পারে সেই দিকে কড়া নজর দিচ্ছে সরকার।
More Stories
ডেবরা মেলায় সাংসদ দেব
এল নজরে আজকের আবহাওয়া
ফের অগ্নিকাণ্ড, জ্বলছে অযোধ্যা