
কেন্দ্র থেকে কম ভ্যাকসিন দিয়েছে।
এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন দিয়েছে কেন্দ্র।
এদিকে রাজ্যবাসীকে তিনি কথা দিয়েছেন বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।
শনিবার সকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং আশা কর্মীদের সাথে ভার্চুয়ালি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।
সেখানে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে জানান সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।
এদিন মুখ্যমন্ত্রী জানান কেন্দ্র করোনা ভ্যাকসিন দিয়েছে ১.৫ কোটি ডোজ।
রাজ্যের জনসংখ্যা প্রায় ১৩০ কোটি।
রাজ্যবাসীকে ভ্যাকসিন দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা তৈরি করতে হবে।
মুখ্যমন্ত্রী জানান রাজ্যবাসীর কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য সংস্থার সাথে কথা বলে ভ্যাকসিন কিনতেও রাজি আছে রাজ্য সরকার।
সারা দেশের পাশাপাশি আজ থেকে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে করোনা টিকাকরন।
প্রথম সারির করোনা যোদ্ধাদের থেকে দেওয়া শুরু হয়েছে করোনা টিকা।
More Stories
খেলা হবে’, ‘জয় শ্রীরাম’ লেখা মিষ্টির জনপ্রিয়তা তুঙ্গে
এল নজরে আজকের আবহাওয়া
টিকার শংসাপত্রে মোদির ছবি