
আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে।
নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত না হলেও একুশের লড়াই জমজমাট হয়ে উঠেছে।
রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করছেন দলীয় কর্মীরা।
আজ সোমবার নন্দীগ্রামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আগমনের প্রস্তুতি পর্ব শেষ বললেই চলে।
সেই মুহূর্তে নন্দীগ্রামের আমদাবাদ গ্রামের কয়েকটা জায়গায় ‘মমতা ব্যানার্জি গো-ব্যাক’ পোস্টার দেখা গেল।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রাজনৈতিক মহলে ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
মুখ্যমন্ত্রীর সভার কয়েক ঘন্টা আগে এই ধরনের পোস্টারে চিন্তায় শাসক শিবির।
পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নন্দীগ্রামের তেখালি মাঠে।
কিছুদিন আগে শুভেন্দু অধিকারী অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেছেন।
এই পরিস্থিতিতে আজ নন্দীগ্রামে সভা করবেন মুখ্যমন্ত্রী।
হেলিকপ্টারে করে কলকাতা থেকে নন্দীগ্রামে পৌঁছাবেন তিনি।
প্রথমে প্রশাসনিক সভা ও তারপরে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন।
নন্দীগ্রামের সভায় আজ তৃণমূল নেত্রী কী বার্তা দেন তার দিকে তাকিয়ে রয়েছেন দলের নেতাকর্মীরা।
More Stories
উত্তরবঙ্গের প্রার্থী আসন পরিবর্তন করল তৃণমূল
দ্বিতীয় দফার বিজেপি প্রার্থীতালিকা
প্রথম দফার ভোটের বিজেপির প্রার্থীতালিকা