March 7, 2021

রাজ্যে কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, এখনও অনিশ্চিত

করোনা আবহে শিক্ষার্থীদের শারীরিক সুরক্ষার জন্য গত বছর মার্চ মাস থেকে বন্ধ করে দেওয়া হয় রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।

তবে বর্তমানে করোনার দাপটে অনেকটাই হ্রাস টানা সম্ভব হয়েছে।

ইতিমধ্যেই করোনা প্রতিষেধক টিকাও বিতরণ শুরু হয়েছে দেশ জুরে।

এমত অবস্থায় দীর্ঘ দিন থেকেই প্রশ্ন উঠছে রাজ্যে কবে ফের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে?

অনলাইন ক্লাসের পরিবর্তে চিরাচরিত ক্লাসে ফের কবে থেকে ফিরতে পারবে শিক্ষার্থীরা?

তবে রবিবার সংবাদ মাধ্যমে ফের এই বিষয়ে এখনও অন্তিম সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এইদিন তিনি জানান, রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলি স্যানিটাইজেশনের প্রকৃয়া শুরু করা হয়েছে।

তবে কবে থেকে ফের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে পর্যালোচনা করতে হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সপক্ষে জানান, করোনার দাপট হ্রাস পেলেও তা সম্পূর্ণ নির্মূল হয়নি।

ফলে এই মুহূর্তে শিক্ষাপ্রিষ্ঠান খুললে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, ইতিমধ্যেই বেশকয়েকটি রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের মধ্যে করোনা সংক্রমনের জেরে তা ফের বন্ধ করতে হয়েছে।

ফলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্ত দিক বিবেচনা করেই শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।