
করোনা মহামারি রুখতে ইতিমধ্যেই ভারতে ২ টি টিকার অনুমোদন দেওয়া হয়েছে।
একটি কোভিশিল্ড অপরটি কোভ্যাক্সিন।
যারমধ্যে কোভ্যাক্সিন ভারতীয় টিকা।
আর এইবার বহির্বিশ্বেও পৌঁছাতে চলেছে ভারতীয় টিকা।
বুধবার থেকেই বহির্বিশ্বের ৬ দেশে ভারতীয় টিকার বিতরণ করা শুরু হবে।
মঙ্গলবার ভারতীয় বৈদেশিক মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এই সংবাদ।
বহির্বিশ্বের ৬ টি দেশ হল, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং সিচেলস।
এছাড়াও আরও ৩ টি দেশে ভবিষ্যতে ভারতীয় ভ্যাক্সিন পাঠানোর পরিকল্পনা রয়েছে।
সেগুলি হল, মিরিশাস, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এই দেশগুলির তরফ থেকে ইতিবাচক সিদ্ধান্ত জানার প্রতিক্ষায় রয়েছে ভারত।
More Stories
অস্ট্রেলিয়ায় ভারতের হাই কমিশনার মনপ্রীত ভোরা
মরণোত্তর পুরস্কার পেলেন চ্যাডউইক
৫ কোটি কিলোওয়াট বিদ্যুৎ গ্রহনের অভিযোগ চিনের ওপর