March 7, 2021

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার প্রয়াত কিংবদনন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন।

এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা ববন্দ্যোপাধ্যায়।

ট্যুইটে তিনি লেখেন,’ ‘তিনি একজন কিংবদন্তি, যিনি তাঁর সমস্ত কাজেই ছাপ রেখে গিয়েছেন’।

২০২০ র শেষের দিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রবীন অভিনেতা।

তারপর বেশ কয়েকদিন হাসপাতালেই ছিলেন তিনি।

শারিরীক পরিস্থিতির অবনতি হওয়ায় চিন্তায় ছিলেন চিকিৎসকরা।

সৌমিত্রবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরবেন এটাই চেয়েছিলেন সকলে।

কিন্তু সকলের শুভকামনা এবং চিকিৎসকদের চেষ্টা কে পিছনে ফেলে গত ১৫ নভেম্বর প্রয়াত হন সৌমিত্র চট্টোপাধ্যায়।

আজ তার জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী।