
সোমবার নন্দিগ্রামের সভা থেকে গুগলি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি নন্দিগ্রামের হয়েই লড়বেন বলে ঘোষণা করেন।
সেইমত মঙ্গলবার থেকেই নন্দিগ্রামে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কর্মীরা।
ফলে নন্দিগ্রামে বিধানসভা নির্বাচনে মুখোমুখি শুভেন্দু মমতা টক্করের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দিগ্রাম থেকে নির্বাচন লড়ায় কোনও বিশেষ চমক দেখছেন না বিজেপি নেতৃত্বরা।
বিজেপির মতে মুখ্যমন্ত্রীর খাস তালুক ভবানীপুরে হার নিশ্চিত জেনেই নন্দিগ্রাম থেকে প্রার্থী হতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বিষয়ে প্রথমেই মুখ খুলেছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি মুকুল রায়।
এইবার নিজের ফেসবুক পেজে একই দাবি রাখলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বুধবার নিজের ফেসবুক পেজ থেকে এই বিষয়ে একটি বার্তা প্রেরণ করেন।
যেখানে তিনি দাবি করেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে ভবানীপুর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল, ৬১,১৩৭।
অপরদিকে বিজেপির প্রাপ্ত ভোট সংখ্যা ছিল, ৫৭,৯৬৯।
যার ব্যবধান ছিল মাত্র ৩,১৬৮।
তবে বিগত ২ বছরে রাজ্য রাজনীতিতে বিজেপির মাটি আরও শক্ত হয়েছে।
ফলে দিলীপ ঘোষের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূলের হার নিশ্চিত।
তাই জন্যই ভবানীপুর থেকে প্রার্থী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচন লড়তে চাইছেননা।
এই বিষয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ জানান, ভোটের আগেই মাননীয়া হার স্বীকার করে নিয়েছেন।
More Stories
বিরোধীদের দাবির জন্য স্থগিত রইলো রাজ্যসভা
উত্তরবঙ্গের প্রার্থী আসন পরিবর্তন করল তৃণমূল
দ্বিতীয় দফার বিজেপি প্রার্থীতালিকা