
ভয়াবহ দুর্ঘটনা ঘটলো ধুপগুড়িতে।
গাড়ির উপর উল্টে গেল পাথর বোঝাই লরি।
ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ন’টা নাগাদ ময়নাগুড়ি এলাকায় জলঢাকা সেতুর কাছে।
একটি পাথর বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
যার জেরে লরিটি পিছনে থাকা একটি ছোটো গাড়ি লরিতে ধাক্কা মারে।
তারপর দুটি ছোট গাড়ির ওপর পাথর বোঝাই লরিটি উল্টে যায়।
ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।
উদ্ধারকারীরা লরির নীচ থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে।
দুটি গাড়িতে মোট কতজন যাত্রী ছিলেন তা এখনো জানা যায়নি।
একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন তারা।
দুর্ঘটনার পর স্থানীয়দের অভিযোগ এলাকা দিয়ে কয়েকশো বালি ও পাথরের লরি নিয়মিত যাতায়াত করে।
যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
বারবার লরি নিয়ন্ত্রণের দাবি করেছিলেন স্থানীয়রা কিন্তু কোনো ফল হয়নি।
মঙ্গলবার রাতে এই দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন।
More Stories
ফের স্তব্ধ কো-উইন,ব্যহত টিকাকরণ
দশম-দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সূচি প্রকাশ সি আই এস সি ই এর
সারদাকাণ্ড নিয়ে কুণাল ঘোষকে তলব ইডির