
দোলনায় ফাঁস লেগে মৃত্যু শিশুর।
দোল খেতে গিয়ে ফাঁস লেগে মৃত্যু হল ১১ বছরের এক শিশুর।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার হাবড়ার পল্লীমঙ্গল এলাকায়।
মৃত শিশুর নাম সোহন দাস।
সে পঞ্চম শ্রেণির ছাত্র।
নিজের ঘরে দোল খেতে গিয়ে হঠাৎই গলায় ফাঁস লেগে যায় তার।
ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় বেশ খানিকক্ষণ সেই অবস্থায়ই ঝুলতে থাকে সে।
পরবর্তী সময়ে তাঁর বাবা ধনঞ্জয় দাস কাজ থেকে বাড়ি ফিরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
তৎক্ষণাৎ ছেলেকে হাবড়া জেলা হাসপাতালে নিয়ে যায় ধনঞ্জয় বাবু। সেখানেই চিকিৎসকরা সোহনকে মৃত বলে ঘোষণা করে।
সোহনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
More Stories
জঙ্গলমহলে দাদার অনুগামীদের পোস্টার
রামদ্রোহীদের বাংলায় জায়গা নেই- আদিত্যনাথ
নিখোঁজ নাবালিকা,অভিযোগ শাসকদলের বিরুদ্ধে