
বুধবার আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহন করেন জো বাইডেন।
আর তারপরেই আমেরিকার নয়া রাষ্ট্রপতির উদ্দেশ্যে ‘অভ্যর্থনা’ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ডোনাল্ড ট্রাম্পের আমল থেকেই ভারত ও আমেরিকার সম্পর্কের বাঁধন আরও মজবুত হয়েছে।
জো বাইডেনের রাজত্ব কালেও এই সম্পর্কের দৃঢ়তা যেন বজায় থাকে তার জন্যও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এছাড়াও জো বাইডেনের রাজত্ব কালে আমেরিকার শ্রেষ্টত্ব বজায় রাখার বিষয়েও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে এখন দেখার আমেরিকার নয়া রাষ্ট্রপতির রাজত্ব কালে ভারত আমেরিকার সম্পর্ক নয়া কি মোড় নেয়।
My warmest congratulations to @JoeBiden on his assumption of office as President of the United States of America. I look forward to working with him to strengthen India-US strategic partnership.
— Narendra Modi (@narendramodi) January 20, 2021
More Stories
বামেদের প্রার্থীতালিকায় রয়েছে কারা?
প্রতিশ্রুতি নয়, গ্যারান্টি দিলাম- প্রিয়াঙ্কা গান্ধী
বিজেপিতে যোগদান করলেন জিতেন্দ্র তিওয়ারি