
রাজ্য পরিবহণ নিগমের উদ্যোগে এইবার মহানগরীর পরিবহণ ব্যবস্থায় নয়া উদ্যোগ।
এক পাস কিনলেই ব্যবহার করা যাবে কলকাতা শহরের ট্রাম, বাস, লঞ্চের মত পরিবহণ মাধ্যম।
সেই গুলির জন্য পৃথক করে আর কাটতে হবেনা টিকিট।
বৃহস্পতিবার থেকেই কলকাতায় শুরু হয়েছে এই পাসের ব্যবস্থা।
শুধুমাত্র ১০০ টাকা দিয়ে পাস সংগ্রহ করতে হবে।
তাহলেই রাজ্য পরিবহণ নিগমের অধিনস্ত নন-এসি, এসি সমস্ত বাস, ট্রাম ব্যবহার করতে পারবেন যাত্রীরা।
এছাড়াও ব্যবহার করতে পারবেন লঞ্চ।
তবে এই পাস শুধুমাত্র একদিনের জন্যই বৈধ হবে।
অর্থাৎ পাসে যেই তারিখ উল্লেখ থাকবে সেই দিনের জন্যই বৈধ হবে পাসটি।
প্রতিদিন, নয়া পাস সংগ্রহ করতে হবে।
পাস রিচার্জ করারও কোনও ব্যবস্থা থাকবে না। পাস সংগ্রহের পর তা ফেরতও দেওয়া যাবেনা।
এছাড়াও পাস থাকলেও পর্যটন নিগমের বিশেষ ট্রাম ‘পাটরানি’ ও বিনোদনমূলক লঞ্চে এই পাস বৈধ হবেনা।
তার জন্য আলাদা করে টিকিট সংগ্রহ করতে হবে।
ট্রামের জন্য ১০০ টাকার পৃথক একটি পাস তৈরি করা হয়েছে।
সেই পাসের সাহায্যে যে কোনও ট্রাম ব্যবহার করা যাবে এবং তারসঙ্গে ‘পাটরানি’ ও গড়িয়া হাট ট্রাম মিউজিয়ামে বিনামূল্যে প্রবেশ করা যাবে।
পাস পাওয়া যাবে সরকারি বাসট্যান্ড, নিগমের পয়েন্ট অব সেল বা নিজস্ব কাউন্টার থেকে।
এছাড়াও বাস বা ট্রামের কন্ডাক্টরের থেকেও পাওয়া যাবে এই পাস।
এছাড়াও পাস পাওয়া যাবে শিয়ালদহ ও হাওড়া স্টেশন এবং কলকাতা বিমানবন্দর থেকে।
একসঙ্গে ২০ টি বা তার বেশি পাস কিনলে মিলবে ১০ শতাংশ ছাড়।
More Stories
ফের স্তব্ধ কো-উইন,ব্যহত টিকাকরণ
দশম-দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সূচি প্রকাশ সি আই এস সি ই এর
সারদাকাণ্ড নিয়ে কুণাল ঘোষকে তলব ইডির