
করোনা পরিস্থিতিতে রাজ্যে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।
অনলাইনের মাধ্যমে ক্লাস চলছে বিদ্যালয় ও মাদ্রাসা গুলিতে।
এমত অবস্থায় রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে লকডাউন পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমাণে ট্যাবের যোগান দিতে না পারায় প্রত্যেক শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেইমত বৃহস্পতিবার থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে পাঠানো শুরু করল রাজ্য সরকার।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামি এক সপ্তাহের মধ্যে রাজ্যের প্রত্যক বিদ্যালয় ও মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা।
যার দ্বারা ভার্চুয়াল ক্লাসের জন্য প্রয়োজনীয় ফোন বা ট্যাব কিনে নিতে পারবে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে গত বছর মার্চ মাসে বন্ধ করে দেওয়া হয় রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।
তারপর ১০ মাস কাটলেও শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে রাজ্য সরকার শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার বিষয়ে বারংবার বিবেচনা করছে।
এমত অবস্থায় অনলাইন ক্লাসেই চলছে সমস্ত পঠনপাঠন।
তবে অর্থনৈতিক কারণে ভার্চুয়াল ক্লাস করতে পারছেন না রাজ্যের বেশিরভাগ শিক্ষার্থীরা।
ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে খুশি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।
More Stories
জঙ্গলমহলে দাদার অনুগামীদের পোস্টার
রামদ্রোহীদের বাংলায় জায়গা নেই- আদিত্যনাথ
নিখোঁজ নাবালিকা,অভিযোগ শাসকদলের বিরুদ্ধে