
তৃণমূল এখন ঠালাটা বুঝুক প্রতিদিনই মন্ত্রীরা পদত্যাগ করছে ।
ভোটাররা তো আগেই পালিয়ে গিয়েছে।
দীঘার সভা থেকে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।
নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত প্রায় তিন কিমি পদযাত্রা করেন।
তারপর ওল্ড দীঘাতে সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, তৃণমূলের একশ্রেণীর নেতারা দীঘা পর্যটন নগরীতে যেভাবে ত্রাস সৃষ্টি করে রেখেছে।
হোটেলের কর্মচারী ও ফুটপাতের হকাররা যদি অন্য রাজনৈতিক দল করে কিংবা ন্যাহ্য অধিকার চাইতে জান তাদের উচ্ছেদ করা হবে না হলে কর্মচ্যুত করা হবে।
এখানকার নেতারা আগে ছেঁড়া চোটি পড়ত এখন কোটি কোটি টাকার মালিক।
More Stories
অন্য মেজাজে এবার অনুব্রত মণ্ডল
৩ বিজেপি নেতাকে সাসপেন্ড করল দল
আকাশ পথে পর্যবেক্ষক দুবে-দাস