March 8, 2021

এইবার সুশান্তের নামে নামাঙ্কিত রাস্তা

গত বছর জুন মাসে ভক্তদের ছেড়ে চির বিদায় নেন সুশান্ত সিং রাজপুত।

তবে তাঁর মৃত্যু রহস্যের ঘেরাটপে ডুবে রয়েছে।

তবে সুশান্তের প্রতি যে দেশবাসীর ভালোবাসা একটুও ক্ষুণ্ণ হয়নি তা আরও একবার প্রমাণিত হল।

এইবার সুশান্ত সিং রাজপুতের নামে নামাঙ্কিত হতে চলেছে রাস্তা।

সূত্রের খবর, দিল্লির অ্যান্ড্রুজ গঞ্জ এলাকার রাস্তা সুশান্ত সিং রাজপুতের স্মৃতিতে নামাঙ্কিত হতে চলেছে।

সেখাকার কাউন্সিলর অভিষেক দত্ত এই কথা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন ৬ মাস আগেই এই সুশান্তের নামে রাস্তা নামাঙ্কিত করার প্রস্তাব আসে।

এইবার সেই প্রস্তাব পাশ হয়েছে।