
আজ ২৩ জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী।
আজ সকালেই নেতাজীকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি ট্যুইট করে পশ্চিমবঙ্গ তথা দেশবাসীর গর্বের দেশনায়কের জন্মবার্ষিকীতে তাঁকে সম্মান জানিয়েছেন।
তিনি আজকের দিনটিকে ‘পরাক্রম দিবস’ উল্লেখ করে জানান, দেশের জন্য নেতাজি সুভাষ চন্দ্র বসুর আত্মবলিদান সর্বদাই সম্মানের সঙ্গে স্মরণ করা হবে।
Dear sisters and brothers of West Bengal,
I am honoured to be in your midst, that too on the auspicious day of #ParakramDivas.
During the programmes in Kolkata, we will pay tributes to the brave Netaji Subhas Chandra Bose. https://t.co/FDZtTiQe3O
— Narendra Modi (@narendramodi) January 22, 2021
তবে এরই মধ্যে ফের দেখা গেল মোদি মমতা দ্বন্দ।
কেন্দ্র সরকারের তরফ থেকে আজকের দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসাবে ঘোষণা করা হলেও রাজ্য সরকারের তরফ থেকে এই দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে পালনের ঘোষণা করা হয়।
আজ সেই দ্বন্দই ফের স্পষ্ট হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজিকে শ্রদ্ধার্ঘে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে তাঁকে ট্যুইটে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন।
তবে ‘পরাক্রম দিবস’ হিসাবে নয় ‘দেশনায়ক দিবস’ হিসাবেই তিনি আজকের দিনকে স্মরণীয় করে রাখার ঘোষণা করেন।
Homage to Deshnayak Netaji Subhas Chandra Bose on his 125th birthday. He was a true leader & strongly believed in unity of all people.
We are celebrating this day as #DeshNayakDibas. GoWB has also set up a committee to conduct year-long celebrations till January 23, 2022. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2021
উল্লেখ্য, প্রথম থেকেই নেতাজির জন্মদিন নিয়ে বৃদ্ধি পেয়েছে মোদি-মমতা দ্বন্দ।
তবে দেশনায়কের জন্মদিনে এই দ্বন্দ ফের স্পষ্ট হয়ে উঠল।
তারওপর আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভিক্টরিয়া মেমরিয়াল হল থেকে আজ পরাক্রম দিবসের উদযাপন করবেন তিনি।
সেই উদযাপনে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এখন দেখার এই দ্বন্দের জের আজকের মোদি মমতা সম্মুখ সফরে কতটা প্রভাব ফেলে।
More Stories
JEE Main এর সম্ভাব্য ফলপ্রকাশ
উত্তরবঙ্গের প্রার্থী আসন পরিবর্তন করল তৃণমূল
দ্বিতীয় দফার বিজেপি প্রার্থীতালিকা