March 7, 2021

ফের খুন তৃণমূল সমর্থক

সামনেই বিধানসভা ভোট।

দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক পরিস্থিতি তত উত্তপ্ত হচ্ছে।

শাসক ও বিরোধী দল কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়।

এই পরিস্থিতিতে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার টিটাগড়।

বাড়িতে গিয়ে গুলি করে খুন করা হল তৃণমূল সমর্থককে।

ঘটনাটি ঘটেছে টিটাগর থানার গোয়ালপাড়া নয়াবস্তি এলাকায়।

মৃত ব্যক্তির নাম গুমানি খান।

বয়স ৪২ বছর।

সূত্রের খবর মৃত ব্যক্তি প্রেসার রাজমিস্ত্রি ছিলেন।

ওইদিন বিকেলে তিনি বাড়ি ফিরে ঘরের খাবার খাচ্ছিলেন।

সেইসময় দুই দুষ্কৃতী তার ঘরে ঢোকে।

এবং তাকে গুলি করে খুন করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগর থানার পুলিশ।

ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাস ঘটনাস্থলে যান।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।