
সম্প্রতি হুগলির চন্দননগরে জনসভা করেন শুভেন্দু অধিকারি।
সেখানে তৃণমূলের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন শুভেন্দু অধিকারি।
এইবার হুগলিতে শুভেন্দু অধিকারির পাল্টা জনসভায় অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার হুগলির পুরশুড়ায় সেকেন্দারপুরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী।
এর আগে নন্দিগ্রাম ও পুরুলিয়াতে শুভেন্দু অধিকারির জনসভার পাল্টা জনসভা করেন মুখ্যমন্ত্রী।
সেখানে শুভেন্দুর মৌখিক তোপের জবাব দেন তিনি।
এইবার হুগলিতেও সেই জবাবের প্রত্যাশায় শাসকদল প্রেমীরা।
উল্লেখ্য, শুভেন্দু অধিকারি দাবি করেছেন হুগলি জেলায় একটাও আসন পাবে না তৃণমূল।
লোকসভা ভোটের পর এই বিষয়ে আরও বেশি আত্মবিশ্বাসি বিজেপি।
তারওপর বারংবার সম্মুখে আসছে হুগলিতে শাসক দলের গোষ্ঠি কোন্দল।
তবে বিধানসভা নির্বাচনে হুগলিতে ঘাসফুল ফোঁটা নিয়ে আশাবাদী শাসকদল। এখন দেখার আসন্ন নির্বাচনে শেষ হাসি কে হাসে।
More Stories
অন্য মেজাজে এবার অনুব্রত মণ্ডল
৩ বিজেপি নেতাকে সাসপেন্ড করল দল
আকাশ পথে পর্যবেক্ষক দুবে-দাস