
এক ধাক্কায় অনেকটাই কমলো সোনার দাম।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার বাজার বন্ধ।
সোমবার দিনের শেষে কমলো সোনার দাম।
গতকাল এমসিএক্স সূচকে সোনার দাম কমেছে ০.১৫ শতাংশ।
ফলে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,০৬৭ টাকা।
সোনার পাশাপাশি এদিন কমলো রুপোর দামও।
এমসিএক্স সূচকে রুপোর দাম কমেছে ০.২৪ শতাংশ।
প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৬,৪৭৯ টাকা।
বুধবার বাজারে ফের শুরু হবে কেনাবেচা।
More Stories
সোনা-রুপোর দর
কমলো সোনার দাম
কমলো সোনার দাম