March 8, 2021

বিধানসভা চত্বরে শিক্ষক ঐক্য মঞ্চের বিক্ষোভ

বিধানসভা ভোটের আগে বিধানসভা ভবনের সামনে শিক্ষক ঐক্য মঞ্চ তুমুল বিক্ষোভে চড়াও হলেন।

বুধবার সকালে বিধানসভা ভবনের সামনে শিক্ষক ঐক্য মঞ্চের তুমুল বিক্ষোভ।

ভিআইপি গেটের সামনে বিক্ষোভ দেখায় তারা।

গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ দেখাতে দেখাতে কয়েকজন বিক্ষোভকারী মহিলা হঠাৎ করে বিধানসভার গেটের উপর উঠে পড়েন।

একাধিক দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন তারা।

পরিস্থিতি সামাল দিতে নাজেহাল অবস্থা পুলিশকর্মীদের।

কিছু কিছু বিক্ষোভকারী রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

মহিলা পুলিশের সংখ্যা কম।

তাই পরিস্থিতি ক্রমশ জটিল পর্যায়ে চলে যায়।

পুলিশের সাথে বিক্ষোভকারীদের খন্ডযুদ্ধ বাঁধে।

বিক্ষোভকারীরা ভিআইপি গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের আটকায়।