
পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের নয়া উদ্যোগ দেখা গেল।
হুগলি নদীতে চালু হলো বোট লাইব্রেরী।
মঙ্গলবার থেকে এই পরিষেবা চালু করা হয়েছে।
শিশু-কিশোর এবার সবাই নদীতে ভাসলেও সাথে থাকবে বই।
পরিবহন নিগম জানিয়েছে বোটে রাখা হয়েছে ৫০০ ইংরেজি ও বাংলা বই।
বেশি বই রাখা হয়েছে শিশু-কিশোরদের জন্য।
বোটের মধ্যে হবে রবীন্দ্র সংগীত।
সাথে থাকবে হালকা খাবারের ব্যবস্থা।
থাকছে ওয়াইফাই পরিষেবা।
এবং অনলাইনে পড়া যাবে বই।
বোটটি দিনে ৩বার বেলুড় মঠ জেটি এবং মিলেনিয়াম পার্কের মধ্যে যাতায়াত করবে।
সকাল ১১ টায় মিলেনিয়াম পার্ক থেকে ছাড়বে।
তারপর বেলা ১১.১৫ ও বিকেল ৩ টেয় বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দেবে বোটটি।
১৮ বছরের কম যাদের বয়স তাদের জন্য ভাড়া ৫০ টাকা।
এবং বাকিদের জন্য ১০০ টাকা।
পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান রাজনবীর সিং জানান পরিবহন নিগমের কর্মীরাই বোটটি সাজিয়ে তুলেছেন।
তিনি আরও জানান বোটটি যদি মানুষের পছন্দ হয়, ভালো লাগে তাহলে এইরকম আরও বোট নামানোর পরিকল্পনা রয়েছে।
More Stories
ফাল্গুনেই কুপোকাত
শুরু হল দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন
সংসদ অধিবেশন স্থগিতের আর্জি তৃণমূল