May 8, 2021

বৃহস্পতিবার পুলিশের ভার্চুয়াল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পুলিশকর্মীদের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন অনুষ্ঠান থেকে তিনি জানান তিনি পুলিশ কর্মীদের পাশে আছেন।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫২০ জন মাওবাদি ও ৬৮০ জন কেএলও জঙ্গির হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র তুলে দেন।

তিনি জানান আগামি তিন বছরে ২৪,০০০ জন কনস্টেবল নিয়োগ হবে।

এছাড়াও এদিন পুলিশ কর্মীদের পাশে থাকার বার্তা দেন তিনি।

এদিন অনুষ্ঠান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বলেন মন খারাপ থাকলে শিশুদের সঙ্গে সময় কাটালে বা গান শুনলে মন ভালো হয়ে যাবে।

সব সময় পুলিশ কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।