March 8, 2021

অসুস্থ সৌরভ,হৃদযন্ত্রে বসবে স্টেন্ট

অসুস্থ ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

হৃদযন্ত্রের স্টেন্ট বসানো হবে তার।

উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর চিকিৎসক দেবী শেট্টির তত্ত্বাবধানে বসানো হবে স্টেন্ট।

প্রসঙ্গত বুধবার আচমকাই অসুস্থ হন তিনি।

হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয়।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে অ্যাপোলো হাসপাতালে আনা হয়।

শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও বসাতে হবে স্টেন্ট।

বুধবার অ্যাপেলোতে নিয়ে আসার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন পরীক্ষা করানো হয়।

জানা গিয়েছে ইসিজিতে কিছু সমস্যা ধরা পড়েছে।

তবে অন্যান্য পরীক্ষার রিপোর্ট গুলি দেখার পরে পরবর্তী সিদ্ধান্তে যাবেন চিকিৎসকরা।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতা ভক্তদের কাছে সাড়া ফেলে দিয়েছে।

রাজনৈতিক মহলেও উদ্বেগ ছড়িয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কৈলাশ বিজয়বর্গী এবং আরও অনেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন।

স্বরাষ্ট্র মন্ত্রী জানান যে কোনো দরকারে পাশে আছেন তিনি।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক সুস্থতা কামনা করছেন সকলেই।