June 24, 2021

বিধানসভার অধিবেশন অসাংবিধানিক,দাবি বিরোধীদের

বিধানসভার অধিবেশন সাংবিধানিক রীতি মেনে ডাকা হয়নি এমনটাই দাবি করছে বিরোধীরা।

কৃষি বিল বাতিলের প্রস্তাব গ্রহনে বিধানসভার অধিবেশনের বিরুদ্ধে সরব হয়েছে বাম কংগ্রেস ও বিজেপি।

প্রসঙ্গত বুধবার থেকে শুরু হয়েছে রাজ্যে বিধানসভার অধিবেশন।

অধিবেশনটি বসেছে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে।

বিরোধীরা অভিযোগ করেছে এই অধিবেশন সাংবিধানিক রীতি মেনে ডাকা হয়নি।

বিরোধীদের দাবি করোনা পরিস্থিতিতে রাজ্যে বিধানসভার যে অধিবেশন হয়েছিল তার সমাপ্তি ঘোষণা করা হয়নি।

আর তার সমাপ্তি ঘোষণা না করে পরবর্তী অধিবেশন ডাকা হয়েছে।

যা অসাংবিধানিক বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার শুরু হয় অধিবেশন।

ঐদিন অধিবেশনের শুরুতে কৃষি বিল বিরোধী প্রস্তাব রাখলেও প্রস্তাবের আলোচনা হয়নি।

বৃহস্পতিবার আলোচনার কথা রয়েছে।