May 8, 2021

এবার গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন বৈশালী

বিজেপিতে যোগদান করতে চলেছেন বৈশালী ডালমিয়া।

বিধানসভা ভোটে বাংলাতে শাসক দলকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির।

তাই ভোটের আগে বিজেপি কেন্দ্রীয় শীর্ষ নেতারা পশ্চিমবঙ্গ সফরে আসছেন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য।

সেরকমই আগামিকাল শুক্রবার দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগদান করছেন বৈশালী ডালমিয়া।

দুদিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে এসে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।

হাওড়া ডোমজুড়ে বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ওই সভাতেই একাধিক তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগদান করার সম্ভাবনা রয়েছে।

যার মধ্যে রয়েছেন বৈশালী ডালমিয়া।

এই বিষয়ে বৈশালী ডালমিয়া সংবাদমাধ্যমকে জানান যে তিনি দলবদল করবেন।

শুধু তিনিই নয় আরও একাধিক বিধায়ক বিজেপিতে যোগদান করতে পারে বলে মনে করা হচ্ছে।

সংসদ অর্জুন সিং জানিয়েছেন অমিত শাহের আগামি সভায় তৃণমূল সাফ হয়ে যাবে।