April 20, 2021

অমিত শাহ না আসলেও হবে ডুমুরজলার সভা

অমিত শাহ না আসলেও বাতিল হচ্ছে না ডুমুরজলার সভা।

পূর্বনির্ধারিত সূচি মেনেই হবে সভা।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমনটাই জানালেন।

এছাড়াও ডুমুরজলার জনসভাতে গেরুয়া শিবিরে পা রাখতে চলেছে রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিধায়ক।

দুদিনের বঙ্গসফরে শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতায় আসার কথা ছিল।

ডুমুরজলায় এক বিশাল জনসভা করার কথা ছিল তার।

অমিত শাহের হাত ধরে একাধিক বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল।

শুক্রবার বিকেলে ইজরাইল দূতাবাসের কাছে এক ভয়াবহ বিস্ফোরণ হয়।

যার ফলে বাতিল হয়ে যায় অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর।

ডুমুরজলায় জনসভা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

যদিও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে অমিত শাহ না আসলেও ডুমুরজলায় সভা হবে।

অমিত শাহের পরিবর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার পশ্চিমবঙ্গ সফরের সম্ভাবনা রয়েছে।

তবে তবে পশ্চিমবঙ্গ সফরে কে আসছেন এই ব্যাপারে এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।

শনিবার সন্ধ্যায় নাম চূড়ান্ত হতে পারে।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান অমিত শাহ আসছেন না।

তবে সভা বাতিল করা হয়নি, সভা হবে।

এছাড়াও ওই সভাতে এক ঝাঁক দলত্যাগী তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করবেন।