
দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড।
বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল ১০০-১৫০ টি দোকান।
গতকাল রাত ২ টো নাগাদ দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন বাজারে আগুন লাগে।
বাজারের একটি দোকানের মধ্যে ৩ জন ঘুমাচ্ছিলেন।
আগুন লাগার বিষয়টি তারা বুঝতে পেরে দ্রুত দোকান থেকে বেরিয়ে আসেন।
তাড়াতাড়ি খবর দেওয়া হল দমকলে।
ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪ টি ইঞ্জিন।
যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেও দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
একের পর এক দোকানে পৌঁছে যায় আগুন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ৫টি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে।
অবশেষে দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় এক দোকানদার জানান আগুন লেগেছে বুঝতে পেরে প্রাণ বাঁচাতে কোনরকমে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
কিন্তু বিধ্বংসী আগুনে পুড়ে গিয়েছে যাবতীয় সামগ্রী।
ঘর হয়ে গিয়েছে ভষ্মিভূত।
তবে ঠিক কি কারণে আগুন লাগল তা এখনও সঠিকভাবে জানা যায়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।
More Stories
ফের বন্ধ সিনেমাহল, আঘাত বিনোদন জগতে
সোনা-রূপোর বাজার দর
সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বোমাবাজি