
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি পদ ছেড়ে চলে যাওয়া বেশ কিছুদিন হয়ে গেলেও তার কোনও প্রভাব পড়েনি স্ত্রী মেলানিয়া ট্রাম্পের ।
সূত্রের খবর ,
তিনি প্রায় সময় স্পাতে কাটান ।
মেলানিয়ার সময়সূচীর সঙ্গে পরিচিত এক ব্যক্তি জানিয়েছেন ,
তিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত রূপচর্চাতে কাটান স্পাতে।
সূত্রের খবর,
মেলানিয়ার কোনও রাজনীতি , বিচার ,কংগ্রেস বা কোনও সোশাল মিডিয়ার খবরের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।
তার প্রতিদিনের রুটিনের সঙ্গে পরিচিত অন্য এক ব্যক্তি জানান,
মেলানিয়ার প্রাইভেট ক্লাবের স্পা গুলিতে যাওয়ার ঘটনা কোনও অস্বাভাবিক নয়।
তিনি প্রায়শই দিনে দুবার যেতেন , এবং সেখানে তিনি ম্যাসেজ , নখের যত্ন , মুখের চিকিৎসা এবং আরও নানান কেয়ার করতেন ।
অন্য এক সূত্রে জানা গিয়েছে,
এই প্রাক্তন স্ত্রী প্রায়শই তার বাবা মা এর সাথে খাবারে যোগদান করতেন ঠিক আগের মতোই ।
তিনি আগেও ছুটিতে দেখা করতে আসতেন তার বাবা মা এর সাথে মার-এ-লেগোতে ।
উল্লেখ্য,
গত সপ্তাহে মার্কিন রাজধানীর বিদ্রোহকে উস্কে দেওয়ার জন্য বিচারের মুখোমুখি রয়েছেন ট্রাম্প।
নিজের পদ ফিরে পাওয়ার সম্ভাবনা প্রায় নেয় বলে মনে করেন তিনি।
More Stories
অস্ট্রেলিয়ায় ভারতের হাই কমিশনার মনপ্রীত ভোরা
মরণোত্তর পুরস্কার পেলেন চ্যাডউইক
৫ কোটি কিলোওয়াট বিদ্যুৎ গ্রহনের অভিযোগ চিনের ওপর