
এক জইস ই মহম্মদ জঙ্গির ফোনে পাওয়া গেল ভারতের এন এস এ অফিসের ভিডিও।
এরপরই জাতীয় সুরক্ষা উপদেষ্টক অজিত ডোভাল এর বাড়ি ও অফিসের সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়।
উল্লেখ্য,২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক এবং ২০১৮ সালের বালাকোট বিমান হামলার পর থেকে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদী দলগুলির হিট লিস্টে আছেন ডোভাল ।
সূত্র থেকে জানা গেছে,
জইশ ই মহম্মদ জঙ্গি হেদায়াতুল্লা মালিককে ৬ ফেব্রুয়ারী ২০২১ গ্রেফতার করা হয়েছিল।
জিজ্ঞাসাবাদের সময় এন এস এ অফিসের ভিডিও করবার কথা সে স্বীকার করে নিয়েছে।
জঙ্গিটি সর্দার প্যাটেল ভবন এবং দিল্লির অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকার রেইকি করে।
এছাড়া,পাকিস্তানে তার হ্যান্ডলারদের তথ্য পাচার করে।
জানা গিয়েছে,
এক পাকিস্তানি হ্যান্ডলার যাকে ‘ডাক্তার’ বলে সে চিনত।
তারই আদেশে সে ২৫ মে,২০১৯ এন এস এ অফিসের ভিডিও সহ নতুন দিল্লির আরও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকার ভিডিও করে বলে জানা গিয়েছে।
More Stories
দিল্লিতে আবারও সিএনজির দাম বৃদ্ধি
মামলা স্থানান্তরিত করার আবেদন বলিউড কুইনের
ভ্যাকসিন পেলেন রবি শাস্ত্রী