
সোনা রূপোর বাজার দর প্রতিদিন কেমন থাকে তা জানতে চোখ রাখুন মিরর নিউজের এই বিভাগে ।
এই বিভাগটি পরিবেষন করছেন www.co mphonex.com. হাল্কা সোনার নজর কাড়া ডিজাইনের সম্ভার ।
www.comphonex.com থেকে সোনা কিনুন ঘরে
বসে।
সাধ্যমত ।
তাই আজ ই লগ ইন করুন
www.comphonex.com
আজ রবিবার ভারতীয় বাজারে একই থাকলো সোনার দাম।
অর্থাৎ গতকাল শনিবার যা দাম ছিল আজ তাই রয়েছে।
এদিন ১০ গ্রাম ২২ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৬,৩৪০ টাকা।
যা গতকাল অর্থাৎ শনিবার ছিল ৪৬,৩৪০ টাকা।
এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৭,৩৪০ টাকা।
যা গতকাল ছিল ৪৭,৩৪০টাকা।
কলকাতার বাজারে এদিন ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৭,১৪০ টাকা।
এবং ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,৮৩০ টাকা।
এদিন সোনার দামের মতো রুপোর দামও গতকাল অর্থাৎ শনিবার যা ছিল তাই রয়েছে।
এদিন ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৯,২০০ টাকা।
যা গতকাল ছিল ৬৯,২০০ টাকা।
কলকাতার বাজারে এদিন ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৯,২০০ টাকা।
More Stories
কমলো সোনার দাম
কমলো সোনার দাম
ফের উর্দ্ধমুখী সোনার দাম