
সোনা রূপোর বাজার দর প্রতিদিন কেমন থাকে তা জানতে চোখ রাখুন মিরর নিউজের এই বিভাগে ।
এই বিভাগটি পরিবেষন করছেন www.co mphonex.com. হাল্কা সোনার নজর কাড়া ডিজাইনের সম্ভার ।
www.comphonex.com থেকে সোনা কিনুন ঘরে
বসে। সাধ্যমত । তাই আজ ই লগ ইন করুন
www.comphonex.com
আজ মঙ্গলবার বাগদেবীর আরাধনায় মেতেছেন আপামর বাঙালি।
এরইমধ্যে ফের ভারতীয় বাজারে কমলো সোনার দাম।
এইদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১০ টাকা কমে দাঁড়িয়েছে ৪৫,৯৯০ টাকা।
যা গতকাল অর্থাৎ সোমবার ছিল ৪৬,০০০ টাকা।
এইদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০ টাকা কমে দাঁড়িয়েছে ৪৬,৯৯০ টাকা।
যা গতকাল ছিল ৪৭,০০০ টাকা।
তবে সোনার দাম কমলেও মঙ্গলবার বৃদ্ধি পেয়েছে রূপোর দাম।
এইদিন রূপোর দাম প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে ৪০০ টাকা।
শুক্রবার রূপোর দাম দাঁড়িয়েছে প্রতি কেজিতে ৭০,২০০ টাকা।
যা গতকাল ছিল ৬৯,৮০০ টাকা।
More Stories
কমলো সোনার দাম
কমলো সোনার দাম
ফের উর্দ্ধমুখী সোনার দাম