
সোনা রূপোর বাজার দর প্রতিদিন কেমন থাকে তা জানতে চোখ রাখুন মিরর নিউজের এই বিভাগে ।
এই বিভাগটি পরিবেষন করছেন www.co mphonex.com.
হাল্কা সোনার নজর কাড়া ডিজাইনের সম্ভার ।
www.comphonex.com থেকে সোনা কিনুন ঘরেবসে।
সাধ্যমত ।
তাই আজ ই লগ ইন করুন
www.comphonex.com
সরস্বতী পুজোর পরের দিনই দামে ঊর্ধ্বমুখী সোনা।
আজ বুধবার ভারতীয় বাজারে বাড়লো সোনার দাম।
এদিন ১০ গ্রাম ২২ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৬,২৩০ টাকা।
যা গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল ৪৬,০০০ টাকা।
এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৭,২৩০ টাকা।
যা গতকাল ছিল ৪৭,০০০ টাকা।
কলকাতার বাজারে এদিন ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৬,৭২০ টাকা।
এবং ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,৪২০ টাকা।
এদিন সোনার দামের পাশাপাশি বাড়লো রুপোর দামও।
এদিন ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৭০,২০০ টাকা।
যা গতকাল ছিল ৬৯,৮০০ টাকা।
কলকাতার বাজারে এদিন ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৭০,২০০ টাকা।
More Stories
কমলো সোনার দাম
কমলো সোনার দাম
ফের উর্দ্ধমুখী সোনার দাম