
বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা মইদুল মিদ্দার মৃত্যুতে শোকের সঙ্গে সঙ্গেই অভাবের ও ছায়া পরে যায় মইদুলের পরিবারে।
শুক্রবার প্রতিশ্রুতি মতো মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় মইদুলের স্ত্রীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন।
বাঁকুড়ার কোতুলপুর গ্রামেই হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছে মইদুলের স্ত্রীকে।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি চাকরির দাবিতে নবান্নে বিক্ষোভ অভিযানে সামিল হয় বামেরা।
সেই অভিযানে পুলিশের লাঠির আঘাতে আহত হয়ে ১৫ ফেব্রুয়ারি মারা যান মইদুল।
এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়, বাম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলে মইদুলের স্ত্রীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
শুক্রবার রাজ্য সরকারের তরফ থেকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় মইদুলের স্ত্রীর হাতে ।
More Stories
এল নজরে আজকের আবহাওয়া
ফের অগ্নিকাণ্ড, জ্বলছে অযোধ্যা
কুকুরছানাকে লোহার রড দিয়ে মারে যুবক