March 6, 2021

সিবিআইয়ের মুখোমুখি অভিষেকের শ্যালিকা,কি হল আজ?

কয়লা পাচারকান্ডে নাম জড়িয়েছে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় এর স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায় নারুলার।

সঙ্গে উঠে এসেছে সাংসদের শ্যালিকা মেনকা গম্ভীর এর নাম ও।

সোমবার সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখোমুখি হতে হয় মেনকাকে।

সুত্রের খবর,

মেনকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে মূলত এদিন জানতে চান তদন্তকারীরা।

তদন্তকারীরা জানতে পেরেছেন, বিভিন্ন সময় রুজিরার অ্যাকাউন্ট থেকে মেনকার অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে।

সিবিআই সূত্রে খবর,

এদিন সেসব বিষয়েই জানতে চাওয়া হয়।

তদন্ত সংস্থা সূত্রে খবর,

এদিন সহযোগিতা করেছেন মেনকা।

তবে কী কী তথ্য তদন্তকারীদের হাতে উঠে এসেছে তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য,

রবিবার কয়লা পাচারকান্ডে সিবিআইয়ের নোটিশ পায় অভিষেক বন্দোপাধ্যায় এর স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায় নারুলা।

সোমবার সকালে তিনি চিঠি দিয়ে জানান যে,

সিবিআইয়ের সাথে তিনি সহযোগিতা করবেন।

তবে চিঠিতে তাকে জড়ানোর কারণ জানতে চেয়েছেব তিনি।

এ ও জানিয়েছেন যে,

গোটা বিষয় টি নিয়ে ধন্দে রয়েছেন রুজিরা।

মঙ্গলবার জিজ্ঞাসাবাদ পর্ব তার।

সোমবার মেনকার দেওয়া তথ্য অনুযায়ী পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে রুজিরা কে।

যাবতীয় নথি এবং দু’ তরফের তথ্য বিশ্লেষণ করার পরই আবারও মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা তা ঠিক করবে তদন্তকারী সংস্থা।