
ভেঙে দুটি ভাগে ভাগ করা হচ্ছে যাদবপুরকে।
তৈরি হবে দুটি থানাও।
ভোটের আগেই এই সিদ্ধান্ত রাজ্যের।
এখন পর্যন্ত কলকাতা শহরের বড় অঞ্চলগুলির মধ্যে অন্যতম যাদবপুর।
এছাড়া এর মধ্যেই অবস্থান করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও।
সেই কারণে যাদবপুর এলাকার আইনশৃঙ্খলা সর্বদাই চিন্তার কারণ হয়ে থেকেছে লালবাজারের।
যে কথা মাথায় রেখেই ভোটের আগেই যাবদপুর থানাকে দু’টি থানায় ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সূত্রের খবর,
সোমবারই নতুন গল্ফ গ্রিন থানার উদ্বোধন করবেন কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র।
নতুন গল্ফ গ্রিন থানার অন্দরে গোটা গল্ফ গ্রিন এলাকা, টালিগঞ্জের কিছু অংশ এবং বিক্রমগড়ের একটা বড় অংশ অন্তর্ভুক্ত হবে।
অন্যদিকে,
জুবিলি পার্ক থেকে বাঘাযতীন পর্যন্ত এলাকা থাকছে যাদবপুরের অন্দরেই।
অদূর ভবিষ্যতে পৃথকভাবে বাঘাযতীন থানা তৈরির পরিকল্পনাও রয়েছে রাজ্যের।
More Stories
খেলা হবে’, ‘জয় শ্রীরাম’ লেখা মিষ্টির জনপ্রিয়তা তুঙ্গে
এল নজরে আজকের আবহাওয়া
টিকার শংসাপত্রে মোদির ছবি