
আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি।
তারই মধ্যে সোমবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অর্থাৎ, জমে উঠেছে ভোটের প্রাককাল।
এবার ভোটের আগে বাংলার প্রাপ্তি মেট্রো।
সোমবারই ডানলপ ময়দান থেকে ভার্চুয়াল কলকাতা মেট্রো রেলের সম্প্রসারিত অংশের উদ্বোধন হবে।
উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নোয়াপাড়ার সঙ্গে জুড়বে বরাহনগর, দক্ষিণেশ্বর এবং উত্তর-দক্ষিণ মেট্রো করিডর।
এর ফলে যাত্রী সুবিধা বাড়বে হাওড়া-বর্ধমান মেইন লাইন ও কর্ড লাইনে।
সুবিধা পাবেন হাওড়া-তারকেশ্বর লাইনের যাত্রীরাও।
সূত্রের খবর,
মঙ্গলবার থেকেই যাত্রী নিয়ে ছুটবে মেট্রো।
গত ২৩ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু হয় নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউনে ৭৯টি করে ট্রেন চলাচল করবে।
অফিসের সময় ট্রেন চলবে ৬ মিনিট অন্তর।
অন্যান্য সময় তা ১৫ মিনিট অন্তর চালানোর পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের।
দক্ষিণেশ্বর থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়।
দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯ টা ১৮ মিনিটে।
More Stories
কংগ্রেস সভাপতিকে বিজেপিতে যোগদানের জন্য আমন্ত্রণ
মালদায় মুখ্যমন্ত্রীকে তোপ আদিত্যনাথের
নজরে ভোট, প্রচারে ঝড় তুলবেন মোদি