March 6, 2021

মারা যাচ্ছে পাইলট তিমি

পাইলট তিমি, যা এই বিশ্বে ক্রমশ কমে আসছে।

বর্তমানে এই তিমির সংখ্যা প্রায় ১০ লক্ষ।

সোমবার নিউজিল্যান্ডের গোল্ডেন উপসাগরের অগভীর জলাশয়ে আটকে ৯ টি পাইলট তিমি মারা যায় বলে জানিয়েছেন, নিউজিল্যান্ডের সংরক্ষণ বিভাগ।

উল্লেখ্য,

৪৯ টি তিমি আটকে পড়েছিল সেই জলাশয়ে।

গত শুক্রবার ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একই ভাবে ৫২ টি তিমি মাছ মারা গিয়েছে।

উল্লেখ্য,

নিউজিল্যান্ডের উপসাগরের বাকি ৪০ টি মাছ এখনও বেঁচে আছে ।

বর্তমানে তাদের স্বেচ্ছাসেবকেরা বাকি মাছ গুলির যত্ন নিচ্ছে ।

এছাড়া,তাদেরকে উদ্ধারে সাহায্যও করছে বলে জানান সংরক্ষণ বিভাগ।