February 28, 2021

রুজিরার জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় সিবিআই

মঙ্গলবার দুপুরে অভিষেক বন্ধোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্ধোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য

সিবিআই এর দল এসেছিল তাদের বাড়িতে। প্রায় দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন রুজিরাকে।

সিবিআই সূত্রে খবর,অনেক প্রশ্ন তিনি এড়িয়ে গিয়েছেন, তাই রুজিরার জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হয়নি বলে জানায় সিবিআই।

থাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জিজ্ঞেস করাতে তিনি জানান, তার কোনও অ্যাকাউন্ট নেই থাইল্যান্ডের ব্যাঙ্কে।

যদিও সিবিআই তার নামের একটি ব্যাঙ্ক আইডি দেখায়, কিছুক্ষন সেই আইডি দেখে বলেন যে সেটি তার নয়।

তিনি সেই আইডির ছবি তুলতে চাইলে সিবিআই তুলতে দেয়নি। সিবিআই জানিয়েছে, এই তথ্য গুলি খতিয়ে

দেখে নিয়ে আবারও জিজ্ঞাসাবাদ করবে রুজিরাকে ।

থাইল্যান্ডের ব্যাঙ্কেও খবর নেওয়া হবে বলে জানায় গোয়েন্দা দল ।