
দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল গো-বিজ্ঞান পরীক্ষা।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার হওয়ার কথা ছিল গো-বিজ্ঞান পরীক্ষা।
যাতে নাম নথিভুক্ত করেছিল কম করে ৫লক্ষ পরীক্ষার্থী।
কিন্তু, গরু নিয়ে ‘চেতনা’ বৃদ্ধির জন্য এই পরীক্ষা বাতিল করল কামধেনু আয়োগ।
মোদি জমানায় আর কিছু হোক না হোক গরুদের কদর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।
তাই কম করে ৯০০ টি বিশ্ববিদ্যালয়ে নোটিশ দিয়ে গো-বিজ্ঞান পরীক্ষা নেওয়ার কথা জানায় ইউজিসি।
কিন্তু, আমজনতার করের টাকায় এমন একটি পরীক্ষার উদ্যোগ চালু হওয়ায় চরম ক্ষুব্ধ বিজ্ঞানীমহল।
বিজ্ঞানের অধ্যাপকেরা প্রতিবাদে সরব হওয়ায় পরীক্ষা নিতে অপারগতার কথা জানিয়ে দেয় একাধিক বিশ্ববিদ্যালয়।
তবে এই বিষয়ে নিয়ে এখনও নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
More Stories
ফোকলোর অ্যাকাডেমি পুরস্কার পেলেন লক্ষ্মণ পুলোভার
কোভিডের নতুন স্ট্রেইন কতটা ক্ষতিকারক ?
যমুনা নদীতে বইছে বিষাক্ত ফেনা