
মঙ্গলবার দিল্লিতে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩৩৭ টাকা বৃদ্ধি পেলো রাতারাতি,
যা দাঁড়ালো ৪৬,৩৭২ টাকা বলে জানিয়েছে, দিল্লির এইচডিএফসি সুরক্ষাদপ্তর ।
গতকাল অর্থাৎ সোমবার ১০ গ্রাম সোনার মূল্য ছিল ৪৬,০৩৫ টাকা।
শুধু সোনা না, রূপোর দামও বাড়লো একই সঙ্গে।
আগের তুলনায় প্রতি কেজিতে ১১৪৯ টাকা বেড়ে গেল রুপোর দাম।
এখন বাজারে রুপর মূল্য প্রতি কেজিতে হয়েছে ৬৯,৬৬৭ টাকা,
যা গতকাল ছিল ৬৮,৫১৮ টাকা।
এইচডিএফসি সুরক্ষাদপ্তরের সিনিয়ার কর্মী তপন প্যাটেল জানিয়েছেন,
দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ভারতের বাকি জায়গার সোনার দামের চেয়ে ৩৩৭ টাকা বেশি।
যার ফলে সোনার দামগুলিতে রাতারাতি লাভের প্রতিফলন ঘটছে বলে জানান তিনি।
More Stories
বাড়লো সোনার দাম
কমলো সোনার দাম
কমলো সোনার দাম