
‘সুইসাইড স্কোয়ার’ এর সুপার ভিলেন ফের আসতে চলেছে সিলভার স্ক্রিনে।
জ্যাক স্নাইডার পরিচালিত নতুন ‘জাস্টিস লিগ’ এর ট্রেলারের শেষে আবির্ভাব হল ‘জোকার’ এর।
Happy 214 #ZackSnydersJusticeLeague #SnyderCut #UsUnited #AFSP pic.twitter.com/c7bAjM31QS
— Zack Snyder (@ZackSnyder) February 14, 2021
২ মিনিট ১৮ সেকেন্ডের ট্রেলারই মন কেড়ে নিয়েছে দর্শকদের।
তবে ২০১৭ সালের থিয়েট্রিক্যাল ভার্সানের থেকে একেবারে আলাদা ২০২১ এর ট্রেলার।
‘দ্য স্নাইডার কাট অফ জাস্টিস লিগ’কে অফিসিয়ালি বলা হচ্ছে জ্যা়ক স্নাইডার’স জাস্টিস লিগ।
ব্যাটম্যানের চরিত্রে রয়েছেন বেন অ্যাফ্লেক।
মোটামুটি ৪ ঘন্টার ছবি এটি।
তবে এই ৪ ঘন্টাকে ১ ঘন্টা করে ভাগ করেছেন পরিচালক জ্যাক স্নাইডার।
ট্রেলারের এক অংশে দেখা যাচ্ছে কালো স্যুট পরিহিত সুপারম্যানের মুখোমুখি হচ্ছে সুপারভিলেন ডার্কসিড।
এছাড়াও গ্যাল গ্যাডট থাকছেন ‘ওয়ান্ডার উওম্যান’ চরিত্রে।
জেসন মোমোয়া অ্যাকোয়াম্যান, এজরা মিলার দ্য ফ্ল্যাশ এবং রে ফিশার থাকছেন সাইবর্গ-এর চরিত্রে অভিনয় করছেন।
১৮ মার্চ, এইচবিও ম্যাক্স-এ রিলিজ হবে ‘জাস্টিস’ লিগ।
তার আগে নিজের নতুন লুক ভক্তদের সাথে শেয়ার করলেন গ্যাল গ্যাডট।
https://www.instagram.com/p/CLncxx0huF1/?utm_source=ig_web_copy_link
More Stories
নাটকের টানে ফের মঞ্চে ফিরছেন নাইজেল
দুর্ঘটনার কবলে অভিনেতা সৌরভ
বাবা হতে চলেছেন রনবিজয় সিং