
একুশের বিধানসভা মুহূর্তের মধ্যে চমক নিয়ে আসছে।
বিজেপি-তৃণমূলে যোগদান খবর যেন এখন প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে।
সাধারণ মানুষ থেকে তারকারা, প্রায় সবাই এখন রাজনীতি নিয়ে ব্যস্ত ।
অনেক নতুন তারকারা রাজনৈতিক দলে যোগদান করেছে।
আবার কেও কেও দল ছেড়ে অন্য দলেও গিয়েছে।
এবার খেলোয়াড় দল থেকে রাজনৈতিক দলে যোগ দিতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মনোজ তিওয়ারি।
কিন্তু কোন দলে যোগদান করছে?
তৃণমূল থেকে ছেড়ে বিজেপিতে যোগদান করেছে নেতা থেকে তারকা অনেকেই।
তাহলে কি মনোজ ও যাবে বিজেপিতে?
না, বুধবার তৃণমূলের সঙ্গে যোগদান হওয়ার খবর এসেছে মহলে।
সূত্রের খবর,
বুধবার সাহাগঞ্জের জনসভায় তৃণমূলে যোগদান করবে মনোজ তিওয়ারি।
মুখ্যমন্ত্রীর এই সভায় তার যোগদানের নিয়ে উচ্ছ্বসিত রয়েছে তৃণমূল।
More Stories
বামেদের প্রার্থীতালিকায় রয়েছে কারা?
আবার একত্রিত হয়ে খেলবে ইন্দো-পাক এক্সপ্রেস
প্রতিশ্রুতি নয়, গ্যারান্টি দিলাম- প্রিয়াঙ্কা গান্ধী