March 6, 2021

ওবামার পডকাস্ট স্পটিফাইতে

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি ব্রুস স্প্রিংস্টিনের সঙ্গে একটি সুদীর্ঘ কথোপকথনে বসেন,

যা স্পটিফাইয়ের এক্সক্লুসিভ মৌলিক পডকাস্ট হিসাবে লঞ্চ হবে।

পডকাস্টটির নাম ” রেনেগেডস: বর্ন ইন ইউ এস এ”।

পডকাস্ট টিতে ৮ টি এপিসোড রয়েছে।

এই পডকাস্টটির বিষয় বারাক ওবামা এবং ব্রুস স্প্রিনস্টিনের যুগ ধরে চলা বন্ধুত্ব ।

শো’টিতে তাদের স্পানিং রেস, পিতৃত্ব, বিবাহ এবং আমেরিকা নিয়ে আলোচনা করতে শোনা যাবে।

২২ ফেব্রুয়ারী থেকে পডকাস্টটি কেবলমাত্র স্পটিফাইতে শোনা যাবে।