
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি ব্রুস স্প্রিংস্টিনের সঙ্গে একটি সুদীর্ঘ কথোপকথনে বসেন,
যা স্পটিফাইয়ের এক্সক্লুসিভ মৌলিক পডকাস্ট হিসাবে লঞ্চ হবে।
পডকাস্টটির নাম ” রেনেগেডস: বর্ন ইন ইউ এস এ”।
পডকাস্ট টিতে ৮ টি এপিসোড রয়েছে।
এই পডকাস্টটির বিষয় বারাক ওবামা এবং ব্রুস স্প্রিনস্টিনের যুগ ধরে চলা বন্ধুত্ব ।
শো’টিতে তাদের স্পানিং রেস, পিতৃত্ব, বিবাহ এবং আমেরিকা নিয়ে আলোচনা করতে শোনা যাবে।
২২ ফেব্রুয়ারী থেকে পডকাস্টটি কেবলমাত্র স্পটিফাইতে শোনা যাবে।
More Stories
ভ্যাকসিন নিলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি
অস্ট্রেলিয়ায় ভারতের হাই কমিশনার মনপ্রীত ভোরা
মরণোত্তর পুরস্কার পেলেন চ্যাডউইক