
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজীব শুনানি।
সিবিআই কে অপেক্ষা করতে হবে আরও দুই সপ্তাহ।
মঙ্গলবার এমনই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।
দু’মাস আগে এই মামলার শুনানি হয়েছিল।
মঙ্গলবার ফের তার শুনানির দিন ঠিক হয়।
কিন্তু পর্যাপ্ত তথ্য প্রমাণ ও নথি সংক্রান্ত জটিলতার কারণে এই মুহূর্তে এই মামলার শুনানি সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে।
এরপরই শুনানির দিন পিছনোর নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।
সিবিআইয়ের দাবি,
সারদা-মামলার এমন বহু রহস্য রয়েছে যা রাজীবের হাত ধরেই উন্মোচিত হতে পারে।
তাই তারা রাজীবকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়।
২০১৩ সালে সারদা মামলার গতিবিধি নজরদারিতে গঠিত সিটের দৈনন্দিন কাজকর্ম দেখাশোনা করতেন রাজীব কুমার।
অভিযোগ, সে সময় সারদার বিভিন্ন দফতরে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছিল সিট।
কিন্তু রাজীব কুমার তা যথাযথ জায়গায় পৌঁছতে দেননি বলেই সিবিআই জানতে পারে।
More Stories
খেলা হবে’, ‘জয় শ্রীরাম’ লেখা মিষ্টির জনপ্রিয়তা তুঙ্গে
এল নজরে আজকের আবহাওয়া
টিকার শংসাপত্রে মোদির ছবি